গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২
গাজীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত জয়দেবপুর বাজার রেলক্রসিং ও মহানগরীর বিলাশপুর এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন- মাইনুল ইসলাম (৫৩)। তিনি গাজীপুর মহানগরীর বিলাশপুর এলাকার বিশ্ব প্রামণিকের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, সন্ধ্যায় লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। এ সময় জয়দেবপুর বাজার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মাইনুল ইসলামের মৃত্যু হয়।
এদিকে একইদিন সকালে গাজীপুর বিলাশপুর এলাকার রেললাইন থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তবে ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা-রাজশাহীগামী কোনো ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এফএ