করোনা উপসর্গ নিয়ে হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়কসহ ৩ জনের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে পৌর যুবদলের আহ্বায়ক আবদুল আউয়াল (৪৮)সহ তিনজন মারা গেছেন।
শুক্রবার সকাল পৌনে ৯টার সময় পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের সর্দার বাড়ি (নিজ বাড়ি) আবদুল আউয়াল মৃত্যুবরণ করেন।
তিনি গত এক সপ্তাহ ধরে জ্বর, কাশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন।
আউয়াল হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নিজে গিয়ে নমুনা দিয়েছিলেন। যা রিপোর্টের অপেক্ষায় আছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত করোনা উপসর্গে হাজীগঞ্জে আবদুল আউয়ালসহ ৩ জন মৃত্যুবরণ করেছে। অন্য দুজনের বয়স যথাক্রমে ৫৫ ও ৬০ বছর।
নিউজবাংলাদেশ.কম/এফএ