ব্যাংকগুলোকে আরও ২ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও ২ হাজার কোটি টাকার ভর্তুকি প্রদান করবে। যাতে ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণকারী ১ কোটি ৩৩ লাখ ব্যক্তির ঋনের সুদ হিসাবে এ অর্থ ছাড় দিতে পারে।
রবিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ ঘোষণা দেন।
তিনি আরও বলেন, এর আগে সরকার দুই মাসের জন্য ব্যাংক ঋণের সুদ ছাড় দিয়েছিলেন এবং এ ছাড় দেয়া সুদের পরিমাণ ছিল ১৬ হাজার ৫৪৯ কোটি টাকা।
সুদের বাকি টাকা আগামী ১২ মাসের মধ্যে ঋণ গ্রহীতাদের পরিশোধ করতে হবে, বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার এখন ধীরে ধীরে বন্ধ থাকা সব দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুনরায় চালু করে দিচ্ছে।
সরকার প্রধান বলেন, ‘বেশিরভাগ ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, তবে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম ঠিকভাবে চালাতে পারেনি। ঋণের কারণে যাতে তারা কোনো চাপ না পড়ে সে জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি।’
তিনি বলেন, সরকার ১৯টি প্যাকেজের আওতায় প্রায় ১ লাখ ৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে যা জিডিপির প্রায় ৩ দশমিক ৭ শতাংশ।
তিনি বলেন, ‘বিশ্বের অন্য কোন দেশ এতো বিপুল পরিমাণ (জিডিপির) প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে কি না আমার জানা নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ঋণ গ্রহণকারীদের মধ্যে আনুপাতিক হারে ২০০০ কোটি টাকা বিতরণ করা হবে। ঋণ গ্রহীতাদের এ টাকা ফেরত দিতে হবে না, আমরা তাদের এ টাকা (অর্থের) ছাড় দিয়ে দিচ্ছি।
তিনি আরও বলেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে প্রায় ১ কোটি ৩৩ লাখ ঋণ গ্রহীতা উপকৃত হবেন।
শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ এর কারণে ব্যবসা ও বাণিজ্য বন্ধ ছিল, এর মাধ্যমে আমরা তাদের ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ করে দিচ্ছি।
নিউজবাংলাদেশ.কম/এএস