News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০০, ৩১ মে ২০২০
আপডেট: ০৪:২৯, ৩ জুন ২০২০

চলবে না ‘পাঠাও’, ‘উবার’

চলবে না ‘পাঠাও’, ‘উবার’

বিআরটিএ এর নির্দেশনায় বলা হয়েছে, যাত্রী পরিবহন-সংক্রান্ত যাবতীয় অ্যাপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

করোনাভাইরাস মহামারির মধ্যে সাধারণ ছুটি না বাড়িয়ে আজ রবিবার (৩১ মে) থেকে অফিস ও গণপরিবহন খুলে দিয়েছে সরকার। তবে এমুহূর্তেই চালু হচ্ছে না অনলাইন অ্যাপের মাধ্যমে যাত্রী পরিবহনসেবা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যাত্রী পরিবহন-সংক্রান্ত যাবতীয় অ্যাপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে।

শনিবার সন্ধ্যায় যথাযথ কর্তৃপক্ষের কাছে এই নির্দেশনা পাঠিয়ে দিয়েছে বিআরটিএ। এর আওতায় “পাঠাও” ও “উবার”ও রয়েছে বলে জানা যায়।

কার্যক্রম স্থগিত থাকার বিষয়টি সম্পর্কে সরকারিভাবে অবগত হয়েছেন বলে নিশ্চিত করে জানিয়েছেন পাঠাও ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়