বেনাপোলে ৪০ কেজি গাঁজা জব্দ
যশোরের বেনাপোল সাদীপুর গ্রাম থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময়ে ১৫০ বোতল ফেনসিডিল ও ৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি।
রোববার ভোর ৪টার দিকে সাদীপুর সীমান্তের মাঠের মধ্যে থেকে মাদকের চালানটি উদ্ধার করে বিজিবি সদস্যরা। তবে এসময় পাচারকারীকে অজ্ঞাত কারণে আটক করতে পারেনি বিজিবি।
সীমান্তের একাধিক সূত্র জানায়, সাদীপুর সীমান্তের মাঠের মধ্যে বিজিবি অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্যরা অজ্ঞাত কারণে মাদ্রাসায় পড়তে পারেন।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ