News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৪, ৩০ মে ২০২০
আপডেট: ১১:৫৪, ৩০ মে ২০২০

বিডিবিএল কর্মকর্তা করোনা আক্রান্ত

বিডিবিএল কর্মকর্তা করোনা আক্রান্ত

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) এক জ্যেষ্ঠ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে ।
বিডিবিএলের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এমারত হোসেন নামে ওই কর্মকর্তা বিডিবিএলের লোন ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন। আক্রান্তের খবরের পর তার চেম্বার বন্ধ রাখা হয়েছে।
দুই দিন আগে তিনি কুর্মিটোলা হাসপাতালে করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার টেস্ট রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে। এখন তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সাত জন ব্যাংকার মারা গেছেন। পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ৬০ জন ব্যাংকার প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকটি ব্যাংকের পরিচালকও।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়