News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫১, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৬, ১৮ জানুয়ারি ২০২০

এইচএসসি পরীক্ষা শুরু ১ এপ্রিল

এইচএসসি পরীক্ষা শুরু ১ এপ্রিল

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষার রুটিনও এরই মধ্যে প্রকাশ করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি মাসের মধ্যেই এসএসসি পরীক্ষা শেষ করা হবে এবং পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এসএসসি পরীক্ষার আগে এবং পরীক্ষা চলাকালে বিএনপিসহ-২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ বার বার প্রত্যাহারের আবেদন করেও ব্যর্থ হয়েছেন শিক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার ছেলে-মেয়েদের জন্য বেহায়া হয়েছি।

মন্ত্রী বলেন, আইন ও সংবিধান অনুযায়ী দেশের চলমান রাজনৈতিক সমস্যার সমাধান হবে।

শিক্ষামন্ত্রী আবারও বিএনপিসহ-২০ দলীয় জোটকে হরতাল-অবরোধ প্রত্যাহার করে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়