করোনায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু
কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বুধবার রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
মারা যাওয়া কর্মকর্তার নাম আশরাফ আলী। তিনি কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আশরাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে এই প্রথম বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা মারা গেলেন।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে তফসিলি ব্যাংকের ৭ কর্মকর্তা মারা যান।
নিউজবাংলাদেশ.কম/এফএ