News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ২৭ মে ২০২০
আপডেট: ০৫:৫৬, ২৮ মে ২০২০

সাধারণ ছুটি আর বাড়ছে না

সাধারণ ছুটি আর বাড়ছে না

করোনা সংক্রমণ রোধে গত ২৬শে মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটি আর বাড়ানো হচ্ছে  না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ বিষয়ে আগামী বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  জানান, দেশে করোনা প্রাদূর্ভাবের কারণে গত ২৬শে মার্চ থেকে বেশ কয়েকদফা সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও এবার ৩০শে মে'র পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না।

তিনি আরও জানান, ৩১শে মে থেকে সরকারি আধা-সরকারি সব অফিস খুলছে। তবে ১৫ই জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। চলবে না গণপরিবহণ, রেল ও যাত্রীবাহী নৌযান। তবে বেসরকারি বিমানগুলো নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচল শুরু করতে পারবে।

এদিকে, গণ জমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও ধর্মীয় উপসানালয় খোলা থাকবে। এক জেলা থেকে অন্য জেলায় যাত্রী পরিবহণে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, তবে অনলাইনে ক্লাশ নেয়া যাবে। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়