নারায়গঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ৩ জনের মৃত্যু
নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ এক পোশাক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। বুধবার (২৭ মে) সকাল ৭টায় রসুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আজ সকালে প্রবল ঝড়ে বিদ্যুতের তার ঝুলে পড়ে টিনের চাল ও গেট বিদ্যুতায়িত হয়। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-রবিউল শেখের ছেলে হাসান (৪), মান্না মোল্লার মেয়ে সুমাইয়া (১৩) ও আলমগীরের স্ত্রী পোশাক শ্রমিক রুবিনা (২৫)। আহতদের মধ্যে নিহত শিশু হাসানের বাবা-মা রয়েছেন। তারা সকলেই রসুলবাগের জাহাঙ্গীর ও প্রবাসী শাহিনের বাড়ির ভাড়াটে।
এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুতের তার ঝুলে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ গণমাধ্যমকে জানান, সকালে ঝড়ের সময় বিদ্যুতের তার টিনের চালে পড়ে বিকট শব্দ হয়। এসময় ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন জনের মৃত্যু হয়।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ