News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪১, ২৭ মে ২০২০
আপডেট: ০৬:৪১, ২৭ মে ২০২০

সিলেটে দুর্বৃত্তের হাতে যুবক খুন

সিলেটে দুর্বৃত্তের হাতে যুবক খুন

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক আমির হোসেন (২৫) সিলেট শহরতলীর জালালাবাদ থানার তেমুখি ইনাতাবাদ এলাকার সুলতান আহমদের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, বাইসাইকেলযোগে পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছিলেন যুবক আমির। এ সময় কয়েকজন তার পথরোধ করে তার বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। নিহত যুবকের মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়ছে। পুলিশ জানায় ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা নয়। রহস্য ক্ষতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়