News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৭, ২৬ মে ২০২০
আপডেট: ১৭:৪৫, ২৬ মে ২০২০

অ্যাম্বুলেন্সের ধাক্কায় ২ রিকশাচালকের মৃত্যু

অ্যাম্বুলেন্সের ধাক্কায় ২ রিকশাচালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই রিকশাচালকের মৃত্যু হয়েছে। তবে অ্যাম্বুলেন্সটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের আহাদ মিয়া (৩৫) এবং নীলফামারীর দর্জিপাড়া গ্রামের আবুল কাফি (৫০)। নিহতরা ছিলেন পেশায় রিকশাচালক। তারা কাঁচপুর ও মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন বলেন, অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত দুই রিকশাচালকের একজন স্থানীয় হাসপাতালে আরেকজন ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান। অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়