News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২০, ২৬ মে ২০২০
আপডেট: ১৬:২০, ২৬ মে ২০২০

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে ২ জন নিহত

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে ২ জন নিহত

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ৩০ আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে আহতদের সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, হবিগঞ্জ শতরতলীর তীতোখাই গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন ধরে কাশেম আলী ও আব্দুল বারিক সর্দারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলছে। এর জের ধরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত কালাই মিয়াকে সদর হাসপাতালে নেয়ার পর মারা যান। সংঘর্ষে আহত ২০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, মাধবপুর উপজেলার হারিয়ানা গ্রামের মকবুল হোসেন ও সামছুল হকের মধ্যে জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে মর্তুজা আলী নামে এক বৃদ্ধ নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়