ঈদ জামাত ও জানাজার নামাজে করোনা রোগী
কুমিল্লার মনোহরগঞ্জে করোনা আক্রান্ত হয়েও এক যুবক (২৫) জামাতে পড়লেন ঈদের নামাজ। পরে তিনি একইদিনে ওই গ্রামে একটি জানাজার নামাজেও অংশগ্রহণ করেন। ঈদের দিন উপজেলার বাইশগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী ওই যুবকের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। তবে আক্রান্ত ওই ব্যক্তির শরীরে কোনো উপসর্গ নেই বলে জানান তিনি। বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রশাসন বাড়িটি লকডাউন করেছে।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকর্মী আলমগীর হোসেন জানান, ওই যুবক ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ী। নিজ বাড়িতে আসার পর খবর পেয়ে গত ২৩ মে উপজেলা স্বাস্থ্যবিভাগ তার নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন। কিন্তু নির্দেশনা অমান্য করে তিনি নিজ গ্রামেই জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় ও একটি জানাজা নামাজে অংশগ্রহণসহ বিভিন্ন সামাজিক কাজে যোগ দেন। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্যবিভাগ তার করোনা পজেটিভ হওয়ার কথা জানালে এলাকায় আতঙ্ক বিরাজ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সঙ্গে কথা হলে তিনি জানান, করোনা শনাক্তের পর বাইশগাঁও ইউনিয়নের ঐ বাড়িটি লকডাউন করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ