News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০০, ২৫ মে ২০২০
আপডেট: ০৭:০৩, ২৬ মে ২০২০

চট্টগ্রামে আরো ১৭৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরো ১৭৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১৭৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬৭ জন চট্টগ্রাম মহানগরীর এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষায় ১৭৯ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রাম ও কক্সবাজার মিলিয়ে চারটি ল্যাবের মধ্যে দুটিতে ঈদুল ফিতরের বন্ধের কারণে সোমবার নমুনা পরীক্ষা হয়নি। এগুলো হচ্ছে, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ।
চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে ৫৫ জনের নমুনা পরীক্ষা হলেও একটিতেও করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তদের মধ্যে মহানগরীর ১৬৭ জন ছাড়াও পটিয়া উপজেলায় পাঁচ জন, সাতকানিয়ায় এক জন, আনোয়ারা, চন্দনাইশ ও হাটহাজারীতে দুই জন করে আছেন।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ১ হাজার ৮৮৭ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়েছেন ১৭৯ জন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়