পল্লিনিবাস লকডাউন, স্ত্রীসহ হোম কোয়ারেন্টাইনে সাদ এরশাদ
জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর নগরীর দর্শনা এলাকার ‘পল্লী নিবাস’ ভবনটি লকডাউন করেছে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। এরশাদের ছেলে রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সাদ এরশাদের ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় সাংবাদিকদের বলেন, “সহকারী কিসলুর করোনার পজিটিভ হওয়ায় সাদ এরশাদ ও তার স্ত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদের দুজনকেই বাসা থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে।”
মঙ্গলবার সাদ ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য বিভাগ। এরপর রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে তা পরীক্ষা করা হবে। এমনটাই জানিয়েছেন সাদ এরশাদের অপর এক বিশেষ সহকারী ইসমাইল হোসেন প্রিন্স। রোববার রাতে পল্লীনিবাস লকডাউন করা হয়।
গত ৩০ এপ্রিল থেকে সাদ এরশাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে খাদ্য বিতরণ করছেন। এজন্য তারা পল্লিনিবাসে অবস্থান করছিলেন। রোববার স্ত্রীসহ সাদ এরশাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল।
নিউজবাংলাদেশ.কম/এফএ