এমপির নির্দেশে নদী ভরাটের অভিযোগ, আটক ৭
মধ্যরাতে ইটসুড়কি ফেলে নদী দখলের সময় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের নির্দেশে এ কাজ করছেন।
বুধবার রাত আড়াইটায় বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ অংশের ঝাউচর এলাকায় নদীতে ভবন ভাঙার পর সৃষ্ট রাবিশ দিয়ে নদী ভরাটকালে তাদের আটক করা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র আনসার ও বসিলা ফাঁড়ির নৌপুলিশ। এসময় নদী ভরাট কাজে ব্যবহৃত ২ টি ডাম্প ট্রাক ও ১ টি ভেকু সহ সাত জনকে আটক করা হয়।
আটকের পর তারা জানান, ২ দিন ধরে চকবাজারের একটি বিল্ডিংয়ের ভাঙা ইট পাথর দিয়ে তারা নদীর জায়গা ভরাট শুরু করেছে। এবং তাদেরকে এই নদী ভরাটের নির্দেশ দিয়েছেন সাংসদ হাজী সেলিম। যেহেতু করোনা মহামারীর কারণে সবাই বাসায় রয়েছে। তাই এ সুযোগে দখলকারীরা নদী ভরাট করছিলো বলেও স্বীকার করেছে তারা।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) এ কে এম আরিফ উদ্দিন নিউজবাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দখলদাররা বেশ গোপনে রাতের আঁধারে নদী ভরাট করে আসছিল। তারা তাদের গাড়ির সামনে বিআইডব্লিউটিএ’র লোগো ও ড্রেজিং বিভাগের ‘জরুরী মাটি অপসারণের কাজে নিয়োজিত’ লেখা সম্বলিত স্টীকার লাগিয়ে এ কাজ করছিল। জব্দ ট্রাক ও ভেকু সহ আটককৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
ভরাটকারীদের গৃহীত নানা অপকৌশলের মধ্যে একটি হলো ডাম্প ট্রাকের সম্মুখ গ্লাসে বিআইডব্লিউটিএ’র লোগো ও ড্রেজিং বিভাগের 'জরুরি মাটি অপসারণের কাজে নিয়োজিত' লেখা সম্বলিত স্টিকার।
আরিফ আরও জানান, প্রায় ১ বছর আগে একই জায়গায় একই প্রক্রিয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে একই প্রতিষ্ঠানের মাধ্যমে নদী ভরাটের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৬ জনকে আটক করে তাদের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে কেরাণীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছিল।
আটককৃত মদিনা মেরিটাইমের সিনিয়র সুপারভাইজার জসিম আকন্দ জানান, পুরাণ ঢাকার চকবাজারের একটি পুরনো বাড়ি ভেঙে সেই রাবিশ ট্রাক যোগে নিয়ে আসা কেরানীগঞ্জের ঝাউচরের বুড়িগঙ্গা নদীর পাড়ে। নদীতে রাবিশ ফেলে তৈরি করা হচ্ছে রাস্তা। যা চলে যাবে বসিলা ব্রিজ পর্যন্ত। আর এই রাস্তা দিয়ে চলাচল করবে পাথর ভর্তি ট্রাক। পুরো কাজটিই ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের নির্দেশে করা হয়েছে বলে তিনি জানান।
আরিফ জানান আগের বছরও এই জসিম আকন্দকে একই অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে নদী উদ্ধারের গত বছর ২৯ জানুয়ারী উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানের তৃতীয় দিনে ৩১ জানুয়ারী বুড়িগঙ্গা নদীর খোলামোড়া ঘাট এলাকায় উচ্ছেদ করা হয়েছিল সংসদ সদস্য হাজী সেলিমের সিমেন্টের গুদাম। যা নদী দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছি। এর এক সপ্তাহ পর ৭ ফেব্রুয়ারি নদীর শ্মশান ঘাট এলাকায় ভাঙা পরে আরেক রডের গুদাম।
নিউজবাংলাদেশ.কম/এনডি