News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৯, ২০ মে ২০২০
আপডেট: ০৪:২৭, ২৩ মে ২০২০

তামাকজাত দ্রব্যের সরবরাহ সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে: শিল্পমন্ত্রী

তামাকজাত দ্রব্যের সরবরাহ সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে: শিল্পমন্ত্রী

জনগণের স্বাস্থ্য বিবেচনায় সিগারেট ও তামাকজাত দ্রব্যের সরবরাহ, বিপণন ও বিতরণ সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান শিল্পমন্ত্রী।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, সিগারেটসহ সব ধরনের তামাক পণ্যের উৎপাদন ও সরবরাহ বন্ধের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয় থেকে তা ছাড় নেওয়া হয়। আজ শিল্প মন্ত্রণলয়ে মিটিং করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ খাত বন্ধ থাকলে রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়বে এমন তথ্য জানতে চাইলে তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে বিষয়টির বিপণন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যেহেতু সিগারেট করোনা রোগের সঙ্গে সম্পৃক্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও এসব বন্ধে ইতোপূর্বে নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতিতে আমরা সে নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছি। আজকের পরিস্থতিতে করোনা মোকাবিলায় এটি একটি প্রেসক্রিপশন।

কতদিন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হবে জানতে চাইলে শিল্পমন্ত্রী বলেন, সেটা সময় হোক, আমরা পরে সবাই বসে সিদ্ধান্ত নেবো।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়