News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৬, ২০ মে ২০২০
আপডেট: ০৪:২৬, ২৩ মে ২০২০

আইসোলেশনে এমপি ফজলে করিম, আক্রান্ত উপজেলা চেয়ারম্যান

আইসোলেশনে এমপি ফজলে করিম, আক্রান্ত উপজেলা চেয়ারম্যান

ঘরে ঘরে গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন এমপি ফজলে করিম

করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় আইসোলেশনে আছেন রাউজান-৬ আসনের এমপি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
মঙ্গলবার ফৌজদারহাট বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় এ তথ্য জানা যায়।
করোনা সংকট শুরু হওয়ার প্রথম থেকেই রাউজানে ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের পাশে ছিলেন এমপি ফজলে করিম। রাস্তাঘাটে নিজেই ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক প্রয়োগ, প্রায় ৩ কোটি টাকার ত্রাণ তহবিল গঠন করে ৬৫ হাজার মানুষের কাছে নিজে গিয়ে ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়াসহ মাসিক সম্মানীর ১৫ লাখ টাকা ত্রাণ তহবিলে প্রদান করেছেন তিনি।
এমপির জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী বলেন, “দায়িত্ব পালনের ব্যাপারে আমার বাবা সবসময় সচেষ্ট ছিলেন। ত্রাণ বিতরণসহ করোনার বিভিন্ন কার্যক্রমে তিনি সরাসরি মাঠে থেকে কাজ করেছেন। বাবার শারীরিক অবস্থা ভালো আছে। করোনার উপসর্গের সঙ্গে মিল থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার নমুনা পরীক্ষা সংগ্রহের ব্যাপারে প্রস্তুতি চলছে।




নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়