News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৫, ১৯ মে ২০২০
আপডেট: ০৪:২৭, ২২ মে ২০২০

সুন্দরবন রক্ষায় গুরুত্ব আরোপ করলেন ইইউ রাষ্ট্রদূত

সুন্দরবন রক্ষায় গুরুত্ব আরোপ করলেন ইইউ রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেন্সজে তিরিঙ্ক প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষাকারী সুন্দরবন রক্ষার ওপর জোর দিয়েছেন।

সেই সাথে তিনি ঘূর্ণিঝড় আম্পান এর প্রভাব থেকে বাংলাদেশ যতটা সম্ভব রক্ষা পাবে বলে আশা প্রকাশ করেছেন।

রাষ্ট্রদূত তার ফেসবুক ওয়ালে লেখেন, আশা করি যে বাংলাদেশ যতটা সম্ভব রেহাই পাবে। এটি আবারও সুন্দরবনকে রক্ষার গুরুত্বের দিকে ইঙ্গিত করেছে, কারণ এ বন ঘূর্ণিঝড়কে প্রাকৃতিকভাবে বাধা প্রদান করে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, দুপুর ১২টায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটারের কম দূরত্বে থাকা ঘূর্ণিঝড় আম্পান আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে আজ শেষরাত হতে বুধবার বিকাল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়