News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩২, ১৯ মে ২০২০
আপডেট: ০৪:২৬, ২২ মে ২০২০

বুধবার থেকে বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ

বুধবার থেকে বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ

বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা বুধবার থেকে শুরু হতে যাচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০ মে থেকে ২৩ জুলাই এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনাপত্র জারি করে নৌবাহিনী সদরদপ্তর, জননিরাপত্তা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদরপ্তর, কোস্ট গার্ড, র‌্যাব সদরদপ্তর, মৎস্য অধিদপ্তর, নৌপুলিশ, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সমুদ্র উপকূলীয় ১৪ জেলার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট বিভাগ, জেলা ও উপজেলা মৎস্য দপ্তরে প্রেরণ করেছে।

মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে স্থানীয় প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, কোস্ট গার্ড, র‌্যাব এবং নৌপুলিশের সহযোগিতা চেয়েছেন।

তিনি জানান, ৪ লাখ ১৯ হাজার ৫৮৯টি জেলে পরিবারের জন্য ইতোমধ্যে ২৩ হাজার ৪৯৬ দশমিক ৯৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়