News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৮, ১৯ মে ২০২০
আপডেট: ০৪:২৫, ২১ মে ২০২০

চাঁদপুরে আওয়ামী লীগ নেতা খুন

চাঁদপুরে আওয়ামী লীগ নেতা খুন

রাতের আঁধারে চাঁদপুর সদর উপজেলায় ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান ভুট্টোকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান ভুট্টো একই এলাকার বাসিন্দা। কুমারডুগিতে তার সারের দোকান রয়েছে।
জানা যায়, রাত ১১টার দিকে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামে নিজ বাড়িতে মোটরসাইকেলে ফিরছিলেন আজিজুর রহমান ভুট্টো। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এতে তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথেই আজিজুর রহমান ভুট্টো মারা যান।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়