হতদরিদ্রের চাল আত্মসাতের দায়ে ডিলারের বিরুদ্ধে মামলা
পটুয়াখালীর হতদরিদ্রের ২৮৫০ কেজি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। ওই মামলায় পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনার খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আব্দুল হাই শিকদারকে আসামি করা হয়েছে।
সোমবার দুদকের পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে গত রোববার ওই কার্যালয়ের উপসহকারী পরিচালক আরিফ হোসেন বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দশমিনার হতদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আব্দুল হাই শিকদারকে আসামি করা হয়।
ওই মামলার অভিযোগে বলা হয়, দশমিনার ৮নং ওর্য়াড ও ৯নং ওয়ার্ডের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার হিসেবে হতদরিদ্রের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচিরর আওতায় সুবিধাভোগী ১৯ জন কার্ডধারীর অনুকূলে ২০১৯ সালের মার্চ-এপ্রিল, সেপ্টেম্বর-নভেম্বর এই ৫ মাসের এবং ২০২০ সালের মার্চ-এপ্রিল এই ২ মাসসহ মোট ৭ মাসের মোট ২৮৫০ কেজি চাল হতদরিদ্রের মাঝে (যার সরকারী মূল্য ১ লাখ ২৩ হাজার ৯৩৭ টাকা) বিতরণ না করে আত্মসাৎ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/কেএইচ