জুয়েলারি দোকান খোলা রাখায় ২ ব্যবসায়ীকে বহিষ্কার
জুয়েলারি দোকান খোলা রাখার অপরাধে ২ সোনা ব্যবসায়ীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
রোববার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বাজুসের কার্যনির্বাহী কমিটি টেলিকনফারেন্সের মাধ্যমে জরুরি মতবিনিময় সভার আয়োজন করে। সভায় দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে এবং সংক্রমণ রোধে সরকারকে সহায়তা করার লক্ষ্যে ঈদুল ফিতর পর্যন্ত সকল জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
কিন্তু নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার জন্য বাজুসের সদস্য গুলশানের ভাসাভী জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লাকে ও পূরবী জুয়েলার্স (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাবু জগন্নাথকে বাজুস থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন এই বহিষ্কারাদেশ স্থায়ী করা হবে না তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে সংগঠনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য তাদেরকে সতর্কতা করা হয়েছিল। এছাড়া বাজুসের আরও ৩০ জন সদস্যকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস