ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত যুবকের মৃত্যু
ঝালকাঠির নলছিটিতে করোনার উপসর্গ নিয়ে তসলিম খান (৪০) নামে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবক মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলী পারভিন।
মৃত তসলিম খান নলছিটি উপজেলার নাঙ্গুলী গ্রামের মুনসুর আলী খানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের এক গার্মেন্টসের কর্মী ছিলেন।
শিউলী পারভিন জানান, এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে জ্বর সর্দিসহ অন্যান্য করোনা উপসর্গ নিয়ে তসলিম খান বাড়িতে আসেন।
স্বাস্থ্য বিভাগ গত শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। তবে তার রিপোর্ট এখন পর্যন্ত আসেনি। তসলিম খানের মৃত্যুর পরে ওই এলাকার ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ