মালদ্বীপ থেকে ফিরেলেন ৩৫৩ জন
কোভিড-১৯ সঙ্কটে মালদ্বীপে আটকে পড়া তিন শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তারা শনিবার রাতে দেশে ফেরেন।
বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, রাত ১০টার দিকে আনা এই ফ্লাইটে মালদ্বীপ থেকে ৩৫৩ জন দেশে এসেছেন।
করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিন দেশে আটকা পড়েন।
নিয়মিত ফ্লাইট বন্ধ হলেও আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান।
বাংলাদেশের সঙ্গে এখন বিভিন্ন দেশের নিয়মিত যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। শুধু চীনের সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচল করছে।
নিউজবাংলাদেশ.কম/ডি