News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৬, ১৬ মে ২০২০
আপডেট: ০৪:১৯, ১৯ মে ২০২০

ঢাকায় ২০০ বেডের করোনা হাসপাতাল উদ্বোধন

ঢাকায় ২০০ বেডের করোনা হাসপাতাল উদ্বোধন

ঢাকায় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ২০০ শয্যার একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত কোভিড-১৯ ডেডিকেটেড ২০০ বেডের আইসোলেশন ভবন উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীর প্রাণকেন্দ্রে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ২০০ বেডের আনোয়ার খান মেডিকেল কলেজটি দেশের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

তিনি জানান, এই হাসপাতালে সম্পূর্ণ নতুন ২০০টি বেড, ১০টি আইসিইউ, ১০টি এইসডিও ও ৫টি ভেণ্টিলেটর রয়েছে। পাশাপাশি কোভিড-১৯ টেস্টের জন্য এখানে পিসিআর মেশিনেরও ব্যাবস্থা করা হয়েছে।

মাত্র ১৯দিনে হাসপাতালটি প্রস্তুত করে দিয়ে কর্তৃপক্ষ সরকারের কাজ সহজ করে দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি নিয়ে ঢাকায় এখন ১৪টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল স্থাপন করা হলো।

এই হাসপাতালগুলোর মাধ্যমে ঢাকায় বর্তমানে অন্তত ১৫-২০ হাজার মানুষের চিকিৎসার সুযোগ সৃষ্টি করা হয়েছে। প্রয়োজন হলে বেডসংখ্যা আরও বৃদ্ধি করার পরিকল্পনাও হাতে আছে, যোগ করেন তিনি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির বিভিন্ন কোভিড ইউনিট পরিদর্শন করেন ও সন্তোষ প্রকাশ করেন।

এসময় আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি মুবিন খান ও আনোয়ার খান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এখলাসুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়