News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ মে ২০২০
আপডেট: ০৪:১৮, ১৯ মে ২০২০

চট্টগ্রামে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ঘরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন তার বাবাও।
শুক্রবার রাত ২টার দিকে উপজেলার চরণদ্বীপে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নাছির। তিনি একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় গুলিবিদ্ধ নাছিরের বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- জসিম ও শওকত। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম ও শওকত নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, ছুরি, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়