News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৮, ১৬ মে ২০২০
আপডেট: ০৪:১৮, ১৯ মে ২০২০

রূপগঞ্জে আরও ৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

রূপগঞ্জে আরও ৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরও ৬ পুলিশ সদস্যসহ নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা সাঈদ আল মামুন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩০ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন জানান, নতুন করে আরও ৩৬ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে রূপগঞ্জ থানার পুলিশ সদস্য ৬ জন ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের এক  ইউপি সদস্যের পরিবারের ৪ সদস্য রয়েছে। এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩০ জন। এপর্যন্ত রূপগঞ্জ উপজেলায় করোনায় মৃতের সংখ্যা ৩ জন।

তিনি আরও জানান, নতুন আক্রান্ত ৩৬ জনকে তাদের আক্রান্তের বিষয়টি জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিতে চান তাহলে তাদের হাসপাতালে ভর্তি করা হবে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, আক্রান্ত ২ উপ-পরিদর্শক ও ৪ কনস্টেবলকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকার জন্য নারায়ণগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে রূপগঞ্জ থানার ১৫ জন পুলিশ সদস্য আক্রান্ত হলেন।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়