News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৫, ১৫ মে ২০২০
আপডেট: ০৪:২৫, ১৮ মে ২০২০

বরিশালে করোনা ইউনিটে মুক্তিযোদ্ধার মৃত্যু

বরিশালে করোনা ইউনিটে মুক্তিযোদ্ধার মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক মুক্তিযোদ্ধার (৭৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) ভোররাতে তার মৃত্যু হয়।

করোনা ইউনিটে মারা যাওয়া ওই মুক্তিযোদ্ধার বাড়ি বরগুনার বামনা উপজেলার বড় বাইজোড়া গ্রামে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৪ মে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি করোনায় আক্রান্ত কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বৃহস্পতিবার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়। তবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়