কিশোরগঞ্জে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে বজ্রাঘাতে দুই কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চান্দপুর ও আচমিতা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চান্দপুর ইউনিয়নের মিরেরপাড়া গ্রামের মৃত মিছির আলী ভূঁইয়ার ছেলে ইন্নছ আলী (৫০) এবং আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৫০)।
স্থানীয়রা জানান, লাল মিয়া সন্ধ্যার আগে গরু আনতে মাঠে গিয়েছিলেন। এ সময় প্রবল বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। তখন গরুসহ তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে ইন্নছ আলী মাঠ থেকে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনিও ঘটনাস্থলে প্রাণ হারান।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল বজ্রাঘাতে দুই কৃষকের প্রাণহানির কথা নিশ্চিত করে বলেন, তারা দুজনই কৃষক। একজন গরু আনতে ও অন্যজন ধান নিয়ে ফেরার পথে বজ্রপাতে মারা গেছেন।
নিউজবাংলাদেশ.কম/ডি