News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:০২, ১৫ মে ২০২০
আপডেট: ০৪:২৪, ১৮ মে ২০২০

ময়মনসিংহে ছুরিকাঘাতে তরুণ খুন

ময়মনসিংহে ছুরিকাঘাতে তরুণ খুন

ময়মনসিংহ শহরের আকুয়া এলাকায় সোহরাব ব্রিক ফিল্ডে এক তরুণ ছুরিকাঘাতে খুন হয়েছেন।

নিহত অয়ন মিয়া (২০) শহরের আকুয়া মোড়লপাড়ার এলাকার আব্দুল খালেকের ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. দুলাল উদ্দিন আকন্দ জানিয়েছেন।

তিনি বলেন, স্থানীয়রা অয়নকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“অজ্ঞাতপরিচয় খুনি তাকে পিটিয়ে ও ছুরি মেরে হত্যা করেছে।”

পুলিশ খুনি ধরতে পারেনি। খুনি সম্পর্কে কোনো তথ্যও দিতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য  ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়