ভারত থেকে ফিরলেন আরও ১৪৭ বাংলাদেশি
কোভিড-১৯ সঙ্কটে ভারতে আটকে পড়া আরও ১৪৭ জন বাংলাদেশি ঢাকা ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, বৃহস্পতিবার বিকালে দিল্লি থেকে বিমানের বিশেষ একটি ফ্লাইটে এই ১৪৭ জন ফিরে আসেন।
করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিনদেশে আটকা পড়েন।
এরই মধ্যে লন্ডন, সৌদি আরব, ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সহস্রাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন।
ভারত থেকে কয়েক ধাপে ইউএস বাংলাএয়ারলাইন্সে এক হাজারেরও বেশি বাংলাদেশি দেশে ফেরেন।
বাংলাদেশের সঙ্গে এখন ভারতসহ বিভিন্ন দেশের নিয়মিত যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। শুধু চীনের সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচল করছে।
নিউজবাংলাদেশ.কম/ডি