News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৫, ১৪ মে ২০২০
আপডেট: ০৯:৫০, ১৪ মে ২০২০

ডিএনসিসি ৭টি বুথ থেকে করোনার নমুনা সংগ্রহ শুরু

ডিএনসিসি ৭টি বুথ থেকে করোনার নমুনা সংগ্রহ শুরু

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ৭টি বুথ থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ শুরু হচ্ছে। 

বৃহস্পতিবার সকাল থেকে এসব বুথে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।  

জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হবে এসব বুথে। বু‌থে সংর‌ক্ষিত সরকার ‌নির্ধারিত ফরম সরাস‌রি পূরণ সা‌পে‌ক্ষে চেক‌লিস্ট অনুযায়ী নির্বা‌চিত রোগী‌দের নমুনা সংগ্রহ করা হ‌বে। ব্র্যাক ও স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব বুথে নমুনা সংগ্রহের কার্যক্রম পরিচালিত হবে। সংস্থাগুলোর জন্য এসব বুথ স্থাপন করে দিয়েছে ডিএনসিসি।

ওই বুথগুলো হলো- উত্তরার ৬ নম্বর সেক্টরে উত্তরা কমিউনিটি সেন্টার (রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা), উত্তরার দক্ষিণখানের হাজি ইসমাইল দেওয়ান রোডের ৩২৫ নম্বর হোল্ডিং এ, উত্তরখান এলাকার উত্তরখান জেনারেল হাসপাতাল, মিরপুর-১৩ নম্বর সেক্টরের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মগবাজারের মধুবাগ এলাকার আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার এবং মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়