News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:০৪, ১৪ মে ২০২০
আপডেট: ০৪:১৭, ১৭ মে ২০২০

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এসময় শাশুড়ি এবং শ্যালক গুরুতর জখম হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকারী আল মামুন মোহনকে (৩২) গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
আল মামুনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়। নিহত স্ত্রী গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী তানজিনা আক্তার রিতু (২০) এবং গুরুতর আহত শাশুড়ি পারভীন আক্তার (৪৫) এবং শ্যালক প্রান্ত (১৭)।
জানা গেছে, আড়াই বছর আগে মামুন তানজিনাকে বিয়ে করেন। বিয়ের পর সৌদি আরবে গেলেও দেড় বছর আগে মামুন সৌদি আরব থেকে ফেরত আসেন। বুধবার বিকেলে তিনি শ্বশুর বাড়ি আসেন। ইফতারের আগে স্ত্রী তানজিনার সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তানজিনার মৃত্যু হয়।
মেয়ের আর্তচিৎকারে মা পারভীন আক্তার ও ভাই প্রান্ত এগিয়ে আসলে তাদেরও ছুরিকাঘাত করেন মামুন। এসময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন টের পেয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করছে।  

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়