রাজধানীতে ঠিকাদারকে কুপিয়ে হত্যা
রাজধানীর খিলগাঁওয়ের মাদানী ঝিলপাড় এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার তালুকদার (৩২) পেশায় ঠিকাদার ছিলেন।
কোপানোর পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, “হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তি ও হত্যায় সন্দেহভাজনরা মাদক ব্যবসায় যুক্ত বলে অভিযোগ রয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, খিলগাঁওয়ের উত্তর গোড়ানের নবীনবাগ এলাকার ৪১৫/১ নম্বর বাসায় থাকতেন আবুল বাশার তালুকদার। তিনি ইট-বালু সরবরাহের কাজ করতেন। স্থানীয় সাইফুল গ্রুপের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাত পৌনে ৯টার দিকে মাদানী ঝিলপাড় এলাকায় সাইফুল গ্রুপের জাহিদুলসহ ৫/৭ জন তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে আবুল বাশারকে কুপিয়ে আহত করে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
নিহতের বড় ভাই উজ্জল ঢামেক হাসপাতালে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে তারা ধারণা করছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা গেছে। পুলিশকে এ ব্যাপারে সব তথ্য দেওয়া হবে।
নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ফোয়াজপুর এলাকায়। তার বাবা মাজেদ তালুকদার আগেই মারা গেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ