দিনাজপুরে বিদ্যুৎস্পর্শে মা-মেয়ের মৃত্যু
দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় বিদ্যুৎস্পর্শে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন ছেলেও।
বুধবার রাতে উপজেলার পুনট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পুনট্টি গ্রামের হেমন্ত রায়ের স্ত্রী সাবিত্রী রাণী রায় (৫৫) এবং তাদের মেয়ে শাপলা রাণী রায় (৩৫)।
স্বজনরা জানান, উপজেলার পুনট্টি গ্রামে রাতে ভেজা কাপড় ছড়াতে গিয়ে মেয়ে শাপলা রাণী রায়ের বিদ্যুতের তারে স্পর্শ লাগে। মা সাবিত্রী রাণী মেয়েকে বাঁচাতে তার হাত ধরে টান দিলে তারও বিদ্যুৎস্পর্শ লাগে। এসময় তাদের বাঁচাতে গিয়ে ছেলে ক্ষিতিশ চন্দ্রও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে ৯টার দিকে মা ও মেয়ের মৃত্যু হয়।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, রাতে ভেজা কাপড় থেকে প্রথমে মেয়ের বিদ্যুৎস্পর্শ লাগে। এরপর মেয়েকে বাঁচাতে মায়েরও বিদ্যুৎস্পর্শ লাগে।
রাত ৯টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মা ও মেয়ের মৃত্যু হয়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
নিউজবাংলাদেশ.কম/এফএ