চাঁদপুরে তিন নারীসহ আরও ১২ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে তিন নারীসহ নতুন করে আরও ১২জনের করোনাভাইরাস শানক্ত হয়েছে।এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।
ঢাকার আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর বুধবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
চাঁদপুরে মোট আক্রান্তদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে, ১২ জন সুস্থ হয়েছেন এবং ৪৪ জন চিকিৎসাধীন রয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মো সাখাওয়াত উল্লাহ বলেন, ‘আজ মোট ১০১ জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২জনের রিপোর্ট করোনা পজিটিভ।’
নতুন আক্রান্তদের মধ্যে ১১জন চাঁদপুর সদর উপজেলার এবং অপরজনের বাড়ি মতলব উত্তর উপজেলায়।
মতলব উত্তর উপজেলার আক্রান্ত ব্যক্তি কলাকান্দা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা কেন্দ্রের কম্পিউটার অপারেটর। এর আগে এই ইউনিয়ন পরিষদের সচিবও করোনায় আক্রান্ত হন।
নিউজবাংলাদেশ.কম/এএস