News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫২, ১২ মে ২০২০
আপডেট: ০৪:২৯, ১৫ মে ২০২০

আরও ৯৬৯ জনের করোনা শনাক্ত, নতুন মৃত্যু ১১

আরও ৯৬৯ জনের করোনা শনাক্ত, নতুন মৃত্যু ১১

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন।

এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৬০ জন। মোট মৃত্যু হলো ২৫০ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৪৭ জনে।

মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৭৭৩ টি নমুনা পরীক্ষা করে ৯৬৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

 

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে বাড়ছে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়