News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫১, ১২ মে ২০২০
আপডেট: ০৪:২৮, ১৫ মে ২০২০

করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মহাপরিচালক নিজেই।

ডা. আজাদ গণমাধ্যমকে জানান, করোনার বিষয়টি নিশ্চিত হতে তার নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। 

বর্তমানে করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

ইতিমধ্যেই তার পরিবারের একজন সদস্যের নমুনা পরীক্ষার ফলে পজিটিভ এসেছে বলেও জানিয়েছেন ডা. আজাদ।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়