News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৬, ১১ মে ২০২০
আপডেট: ০৪:২৭, ১৪ মে ২০২০

ঈদের আগে খুলছে না টোকিও স্কয়ার

ঈদের আগে খুলছে না টোকিও স্কয়ার

করোনা পার্দুভাব প্রতিরোধে ঢাকার টোকিও স্কয়ার শপিং কমপ্লেক্স আগামী ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার টোকিও স্কয়ার শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আজম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারি কোভিড-১৯ এর তাণ্ডব শুরু হওয়ার পর বাংলাদেশে এর প্রভাব শুরু হয়েছে। ফলে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘদিন সাধারণ ছুটির পরে সরকার কর্তৃক সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে শপিংমল খোলার নির্দেশনা দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দোকান মালিক সমিতির কর্মকর্তারা সবাই ঢাকা শহরে সংক্রমণের হার রোধ করতে ঈদ পর্যন্ত শপিংমল বন্ধ রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে।

আরও বলা হয়েছে, মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ক্রেতা সাধারণের যে স্বাস্থ্য সুরক্ষামূলক নির্দেশনা দেয়া হয়েছে তা মেনে চলা কষ্টকর। সেটাও আমরা বিবেচনায় এনেছি।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়