News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৪, ১১ মে ২০২০
আপডেট: ০৪:২৬, ১৪ মে ২০২০

স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধের আহ্বান

স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধের আহ্বান

স্বাস্থ্যবিধি না মানলে দোকান কিংবা প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক বন্ধ করে দিতে বলেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সোমবার এক ভিডিও বার্তায় এ আহবান জানান সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন। এদিক বিভিন্ন মহলের তদবির ও অনুরোধে গত সোমবার সরকার ১০ মে থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খোলার অনুমতি দেয়।

ভিডিও বার্তায় সংগঠনটির সভাপতি বলেন, সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খোলার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে লক্ষ্য করা গেছে যেসব ক্রেতা শপিং করতে এসেছেন তারা মাস্ক পরে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই কেনাকাটা করছেন। মার্কেটগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। একই সঙ্গে আমরা সামাজিক গুরুত্ব বজায় রাখার চেষ্টা করছি।

আরও বলেন, তারপরও যদি কেউ সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারেন; সেক্ষেত্রে বিভিন্ন সমিতি ও মার্কেট কর্তৃপক্ষকে অনুরোধ করব তাৎক্ষণিক দোকান কিংবা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে পুলিশের সহায়তা নেবেন। আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে আছি তাই কোনো মতেই বেখেয়াল হলে চলবে না।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়