News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:২১, ১১ মে ২০২০
আপডেট: ০৪:২৬, ১৪ মে ২০২০

গাজীপুরে ট্রাক উল্টে ২ জন নিহত

গাজীপুরে ট্রাক উল্টে ২ জন নিহত

গাজীপুরের কাপাসিয়ায় সিমেন্টবাহী ট্রাক উল্টে দুই জন মারা গেছেন। সোমবার সকালে এ দুর্ঘটনায় অপর একজন আহত হয়েছেন। হতাহতরা সকলেই ট্রাকের যাত্রী বা শ্রমিক।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে একটি সিমেন্টবাহী ট্রাক ত্রিমোহনী সনমানিয়া সড়কের কবিরের বাজার এলাকায় এসে উল্টে রাস্তা থেকে নীচে পড়ে যায়। এ সময় ট্রাকের ২ যাত্রী নিহত হন। অপর একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা আহত ব্যক্তি সুস্থ হলে তার কাছ থেকে জানা যাবে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়