News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৭, ১১ মে ২০২০
আপডেট: ০৪:২৫, ১৪ মে ২০২০

শিক্ষা উপমন্ত্রীর ছোট ভাই করোনায় আক্রান্ত

শিক্ষা উপমন্ত্রীর ছোট ভাই করোনায় আক্রান্ত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই ও চট্টগ্রামের প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার রাতে চট্টগ্রামের দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ৭৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে মন্ত্রী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের নামও রয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

এ বিষয়ে উপমন্ত্রীর ভগ্নিপতি ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘সালেহীন বেশ কিছুদিন ঢাকায় অবস্থান করেছিলেন। গত বৃহস্পতিবার ঢাকা থেকে ফেরার পর তার জ্বর আসে। পরে নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠালে আজ রাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে।’

এদিকে গত রোববার চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষায় দুটি ল্যাবে মোট ৭৫ জন নতুন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডিতে ২১৭টি নমুনা পরীক্ষায় ২২ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে (সিভাসু) ৯৭টি নমুনা পরীক্ষায় ৫৩টি পজিটিভ এসেছে।

জেলা সিভিল সার্জন অফিস ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়