হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
গত রোববার সন্ধ্যায় মতলব আইসিডিডিআরবি হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হলো।
মৃত ওই নারীর নাম রহিমা বেগম (৬০)। তার বাড়ি উপজেলার পৌরসভা এলাকার রান্ধুনীমুড়া ১০নং ওয়ার্ডে।
মৃত রহিমা বেগমের মেয়ে মায়া বেগম জানান, গত বৃহস্পতিবার মা বোনের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার মান্দারী গ্রাম থেকে বাড়ি ফেরেন।
ডায়রিয়া, বমি দেখা দিলে মাকে রোববার দুপুরে মতলব কলেরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যায় করোনা উপসর্গ থাকায় তাকে চাঁদপুর সদর হাসপাতাল নিয়ে চিকিৎসার পরামর্শ দেন। সেখানে নেয়ার পথে মায়ের মৃত্যু হয়।
খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন হাজিগঞ্জ থানা সঙ্গীয় ফোর্স নিয়ে মৃত রহিমা বেগমের বাড়ি গিয়ে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন।
পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম গিয়ে নমুনা সংগ্রহ করে। আবহাওয়া প্রতিকূল দেখা দেয়ায় সোমবার সকালে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে এখানে আসার পর আমি আইসিডিডিআরবি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলি।
পরে তারা আমাকে জানিয়েছেন ওই নারীর করোনা উপসর্গ থাকায় তাকে সেখান থেকে রিলিজ দেয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ