নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে নমুনা পরীক্ষায় ২২ জনের পজিটিভ
নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের (খানপুর তিনশ শয্যা হাসপাতাল) ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১০ মে) সকালে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শনিবার (৯ মে) ৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ২২ জনের করোনাভাইরাস পজিটিভ ও বাকিদের নেগেটিভ রিপোর্ট এসেছে।
করোনা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ এপ্রিল এ হাসপাতালে ৬০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। ৭ এপ্রিল ৭৮ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা পজিটিভি আসে। ৯ এপ্রিল ৯০ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। নারায়ণগঞ্জ তিনশ শয্যা বিশিষ্ট এ হাসপাতালের ল্যাবে প্রতিদিন ৯০ জনের নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে। এ হাসপাতালেই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/ডি