News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪১, ১০ মে ২০২০
আপডেট: ০৪:২৩, ১৩ মে ২০২০

কাঁচা আম পাকা করে বিক্রি, র‍্যাবের অভিযান

কাঁচা আম পাকা করে বিক্রি,  র‍্যাবের অভিযান

আম কাঁচা কিন্তু স্বাস্থ্যর জন্য ক্ষতিকর এমন কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে, এমন আম ধ্বংস করতে এক বিশেষ অভিযান চালিয়েছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

রোববার রাজধানীর বাদামতলী এলাকায় আমের আড়তে দুপুর থেকে এ অভিযান শুরু করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযান প্রসঙ্গে সারোয়ার আলম বলেন, যে আমগুলো বিক্রি করা হচ্ছিল সেগুলো বাজারে আসতে আরো প্রায় ১৫ অপেক্ষা করতে হতো আমাদের। কিন্তু পাকার আগেই দ্রুত পাকিয়ে তা বাজারে ওঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, আমগুলো বাহিরে হলুদ টসটসে কিন্তু ভিতরে একদম অপরিপক্ব। 

অভিযান চলছে, বিস্তারিত জানা যাবে শেষে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়