News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২০, ১০ মে ২০২০
আপডেট: ০৭:২১, ১০ মে ২০২০

খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে খাদিজা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শনিবার রাত ৯টার দিকে খাদিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। তিনি শ্বাসকষ্ট, কাশি কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
খাদিজা খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়