পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ইউপি সদস্য আটক
পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে বন্দুক ও গুলিসহ এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খতবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সাখাওয়াত হোসেন (৪১) ওই গ্রামের আজাহার প্রামাণিকের ছেলে এবং মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল শনিবার সন্ধ্যায় খতবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সাখাওয়াত মেম্বারকে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। সেই সঙ্গে অস্ত্র দিয়ে লোকজনদের ভয় দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র নিজের কাছে রেখে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর কথা স্বীকার করেন ইউপি সদস্য সাখাওয়াত হোসেন।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে চাটমোহর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
নিউজবাংলাদেশ.কম/এফএ