News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩০, ১০ মে ২০২০
আপডেট: ০৪:২২, ১৩ মে ২০২০

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ঢাকা থেকে পালিয়ে আসা সেই দম্পতি

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ঢাকা থেকে পালিয়ে আসা সেই দম্পতি

ঢাকা থেকে পালিয়ে আসা করোনায় আক্রান্ত সেই দম্পতি ও তাদের চার বছরের সন্তান সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (৯ মে) দুপুরে তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এ নিয়ে কুষ্টিয়া করোনায় আক্রান্ত ২০ জনের মধ্যে ৫ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ২৪ এপ্রিল করোনা আক্রান্ত ওই দম্পতি ঢাকা থেকে পালিয়ে কুষ্টিয়া আসার চেষ্টা করেন। পুলিশ রাজবাড়ী থেকে তাদের উদ্ধার করে। তাদের চার বছরের একটি সন্তান রয়েছে। এছাড়া ওই নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় মানবিক দিক বিবেচনা করে তাদের কুষ্টিয়ার এফডব্লিউভিটিআই আইসোলেশন ইউনিটে এ ভর্তি করা হয়। এরপর পরীক্ষা করে জানা যায় তাদের সন্তানও করোনায় আক্রান্ত। তাদের সুচিকিৎসার সব বন্দোবস্ত করা হয়।

তিনি আরও জানান, সদর হাসপাতালের চিকিৎসক কর্মকর্তাসহ সবার সহযোগিতায় ১৬ দিন হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার তাদের সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা সবাই এখন সুস্থ আছেন। বাড়ি ফিরে তারা ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়